Friday, July 29, 2011

related post about moon


 Allah Declares in the Quran Shareef that, Certainly ‘Nasi’ enhances kufri. Nasi is fixing the months ahead or back by timing. But Saudi government is deliberately shifting The beginning of the sacred months and This way, they are going to spoil the Sacred Hajj of this Hizri year of 1429 also! Counting dates without actually sighting the moon last time has caused the effect that even on the 30th day of the month of Jilquad, there is no possibility of viewing the moon for the month of Jilhajj. Starting from after the sunset of 9th Jilhajj and within the Subhi Sadiq (Dawn) of 10th Jilhajj, remaining present in the field of Arafat is one of the important Fard (must do rituals) of the Hajj. Therefore, being present in Arafat any day before or after 9th Jilhajj shall be of no use, rather breach of fard would result in the Hajj to be void. So, the Hajji(s) must take a special note of it and remain cautious before proceeding for Hajj. Therefore, it should be a very special responsibility, A Wajib for the Saudi Government To arrange for the Hajj on a correct day After physically sighting the moon.
 Hadis Shareef mentions that, “You start Ramadan by sighting the moon and celebrate Eid also by sighting the moon. If moon is not sighted, then do complete the month in thirty days.” This very instruction of Hadis Shareef only indicates that it is not possible to have Eid on the same day all over the world but rather to be done on two days. Those in favour of Eid on a same day, lack knowledge on Shariat and geographical understanding. They should enhance their wisdom by accepting the guidance (Baiyaat) of a truly devoted Wali-Allah (friend of Allah) and through intense Dhikr and commitments.” Allah Pak Does say, “O you who believe! Enter perfectly in Islam (by obeying all the rules and regulations of the Islamic religion) and follow not the footsteps of Satan. Verily! He is to you a plain enemy.” Therefore, every Muslim should perform all their Ramadan, Eid and other ibadah after the instructions of Allah Pak and the guidance of Rasoolullah Swallallahu Alaihi Wa Sallam!
 Allah Declares that, “And whatsoever Rasulullah Swallallahu Alaihi Wa Sallam gives you, take it, and whatsoever He forbids you, abstain (from it), and fear Allah. Verily, Allah is Severe in punishment.” (Sura Al-Hashr / 7). Hadis Shareef says, “You start Ramadan by sighting the moon and do celebrate Eid also by sighting the moon.”
 Those who advocate about Ramadan and Eid on the same day all over the world are grossly mistaken. They do not possess the least possible knowledge about geography. It is haram for the women to go the masjid or a field for saying prayers in jamaat. Using a wooden stick during the Khutba of Jumua and Eid is Sunnah. In the name of making Eid a universal festival, there is an anti-Eid sentiment prevailing including an influx of all indecent, shameless and anti-Shariah acts. Whereas out of those especial five nights in a year, the night before the Eid is one and even the day is also full of blessings, prosperity and peace. Therefore it should be the duty and responsibility of every Muslim to make efforts in achieving the satisfaction of Allah and His Habib, Huzur Pak Swallallahu Alaihi Wa Sallam through ibadah and other submissions throughout the night and the day of the Eid.
 Allah Declares that, “O my Habib! You are being asked about the moon sighting. Please tell them that the moon is the index for setting the time for Hajj (pilgrimage) and other ibadah (worship).” Hadis Shareef says that, “You start the Ramadan by sighting the moon and do the Eid also by sighting the moon.” Quran Shareef and Hadis Shareef both and also the Shariah have the instructions to begin the Arabic months by physically sighting the moon. Saudi grand mufti ultimately accepted and ended up by delivering the fatwa of ‘beginning of Arabic months by watching the moon.’ It would rather be fard-wajib (must do) for the Saudi government to comply with the rules provided in Quaran Shareef and Hadis Shareef and listening to their grand mufti to start an Arabic month by physically sighting the moon. If Saudi government followed the instructions of Hadis Shareef and listened to their grand mufti, then it would never be realistic to find the moon on the 29th of September in Saudi Arabia. There are doubts about the appearance of moon even on the 30th of September. Therefore it would be desired to celebrate the Eid in Saudi Arabia by actually watching the moon. This is where lies the contentment of Allah Pak and His Habib Huzur Pak Swallallahu Alaihi Wa Sallam. And this is rather the right of more than 2400 million Muslims of the world.

Thursday, July 28, 2011

সৌদী ওহাবী সালাফীরা প্রতি আরবী মাসে চাঁদ দেখে মাস গণণা করতে মহা-প্রতারনা করে!

নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, তোমরা চাঁদ দেখে রোযা শুরু করো এবং চাঁদ দেখে ঈদ কর।শরীয়তের দৃষ্টিতে প্রতি মাসেই নতুন চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া। আর চাঁদ না দেখে মনগড়া তারিখে রোযা শুরু করা ও ঈদ করা কঠিন কবীরা গুনাহ।
 


অথচ সউদী আরবের ওহাবী সরকারসহ প্রায় সমস্ত দেশের সরকার চাঁদ দেখার প্রহসন করে মনগড়া তারিখে আরবী মাস শুরু করে।মুসলমানদের ফরয রোযা আদায়ের সুবিধার্থে সউদীসহ সকল সরকারকে চাক্ষুষ চাঁদ দেখে রমাদ্বান শরীফ শুরু করতে হবে।কেউ যেন মিথ্যা সাক্ষ্য দিয়ে রমাদ্বান শরীফ মাস এক দিন আগে শুরু করতে না পারে সে ব্যাপারে সকল মুসলমানকে সচেতন থাকতে ও সজাগ দৃষ্টি রাখতে হবে। চাঁদ দেখা বা তালাশ করার বিষয়টি ইসলামী শরীয়তের একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইসলামের অধিকাংশ আমলগুলোই চাঁদের তারিখের সাথে সম্পর্কযুক্ত। যেমন শবে বরাত, শবে ক্বদর, আশূরা, কুরবানী, হজ্জ, পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও পবিত্র রমাদ্বান শরীফসহ আরো অনেক গুরুত্বপূর্ণ ফযীলতপূর্ণ দিন ও রাত। চাঁদ দেখে সঠিক তারিখে মাস শুরু হলে উল্লিখিত আমলগুলোও সঠিক তারিখে পালিত হবে; এতে কোনো সন্দেহ নেই। আর যদি চাঁদ না দেখে মনগড়াভাবে আরবী মাসের তারিখ ঘোষণা করা হয় বা মাস শুরু করা হয়, তবে উল্লিখিত আমলগুলো সঠিক তারিখে না হওয়ার কারণে সমস্ত আমলগুলোই নষ্ট হয়ে যাবে নিঃসন্দেহে। তাই পবিত্র কুরআন শরীফ, হাদীছ শরীফ ও ফিক্বাহ শাস্ত্রে চাঁদ দেখার ব্যাপারে বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে।

সূরা ইউনুস-এর ৫ নম্বর আয়াত শরীফ-এ মহান আল্লাহ পাক তিনি ইরশাদ করেন, “তিনিই সেই মহান সত্ত্বা যিনি বানিয়েছেন সূর্যকে উজ্জ্বল আলোকময় আর চাঁদকে স্নিগ্ধ আলো বিতরণকারীরূপে এবং অতঃপর নির্ধারণ করেছেন এর জন্য মনযিলসমূহ, যাতে করে তোমরা চিনতে পার বছরগুলোর সংখ্যা ও হিসাব।”

 এই আয়াত শরীফ-এ অনেকগুলো বিষয়ের সাথে একটি বিষয় স্পষ্ট যে, বছরগুলোর সংখ্যা ও হিসাব রক্ষার সাথে চাঁদের মনযিলের একটি নিবিড় সম্পর্ক রয়েছে। অর্থাৎ চাঁদের মনযিলের অবস্থা না দেখে কখনো চাঁদের মাসের হিসাব রক্ষা করা সম্ভব নয়। সুতরাং কেউ যদি চাঁদের মনযিলের বিষয়টিকে উপেক্ষা করে, চাঁদ না দেখে মনগড়া তারিখে আরবী মাস শুরু করে তাহলে অবশ্যই তা শরীয়তে গ্রহণযোগ্য হবে না। বিভিন্ন আরবী মাসে মুসলমানদের যে আমলের বিষয়টি রয়েছে তা চাঁদ দেখে সঠিক তারিখে মাস শুরু হওয়ার উপর নির্ভরশীল।
 হাদীছ শরীফ-এ ইরশাদ হয়েছে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ করেন, “আমার উম্মত সহজ-সরল হবে। তাদের কেউ কেউ হিসাব নিকাশে তত দক্ষ হবে না। আরবী মাস হয় ২৯ দিনে হবে নতুবা ৩০ দিনে হবে।”

তাই নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ করেন, “তোমরা চাঁদ দেখে রোযা শুরু করো এবং চাঁদ দেখে ঈদ কর। যদি ২৯ তারিখ কোনো কারণে চাঁদ দেখা না যায় তবে মাস ৩০ দিনে পূর্ণ কর।”

 মহান আল্লাহ পাক তিনি কুরআন শরীফ-এর সূরা বাক্বারা-এর ১৮৯ নম্বর আয়াত শরীফ-এ ইরশাদ করেন, “তারা আপনাকে বাঁকা চাঁদ সম্পর্কে প্রশ্ন করে। আপনি বলুন, এটি মানুষের জন্য সময় নির্ধারক ও হজ্জের সময় নিরূপণকারী।” এ আয়াত শরীফ-এ স্পষ্টভাবে বলা হয়েছে, “চাঁদ সময় নির্ধারক।” তবে কিভাবে চাঁদ দেখে সময় নিরূপণ করতে হবে তার বর্ণনাও হাদীছ শরীফ-এ রয়েছে।

 যেহেতু রমাদ্বান শরীফ-এ আকাশ পরিষ্কার থাকলে অধিক সংখ্যক লোকের চাঁদ দেখা প্রয়োজন আর আকাশ মেঘলা থাকলে একজন পুরুষ অথবা একজন মহিলার সাক্ষ্যও গ্রহণযোগ্য; তাই এই সুযোগে সউদী আরবের ওহাবী সরকারের অনুসারী এদেশের সালাফী ওহাবী, জামাতী, দেওবন্দী, খারিজীরা সউদী ওহাবী সরকারের পথ ধরে মিথ্যা সাক্ষ্য দিয়ে মাস একদিন আগে শুরু করার চেষ্টা করতে পারে। সুতরাং সকল সচেতন মুসলমানকে এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে।