দ্বীন ইসলাম এর আদীভূমি আরব হতে সৌদী ওহাবী সালাফীদেরকে উচ্ছেদ করে ইসলামকে স্বমহিমায় যারা প্রতিষ্ঠিত করতে চান তাদের জন্য তৈরী এ ব্লগ। এ ব্লগের জন্য আপনারা দেশ বিদেশ হতে সৌদী ওহাবী সালাফীদের যে কোন ষড়যন্ত্রমূলক অপতৎপরতার প্রামান্য দলীল আমাদের কাছে প্রেরন করে অশেষ সওয়াবের ভাগীদার হোন। বলাবাহুল্য বর্তমান বিশ্বে সবচাইতে আতংক সৃষ্টিকারী কুফরী শেরকী দলসমূহের প্রধান নেতৃত্বে রয়েছে-বর্তমান সৌদী ওহাবী সালাফী গং। অতএব আর দেরী নয়, ওহে মুমিন মুসলেমীন-আরব হতে ওহাবী রাজ তাড়িয়ে করো বিলীন।